ভারতীয় আধিপত্য রুখে ৩ দাবি ও ৪ কর্মসূচি ঘোষণা জাগপার
প্রকাশ:
৩০ জুন, ২০২৫, ০১:৫১ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ভারতের রাজনৈতিক হস্তক্ষেপ, সীমান্ত হত্যা ও পানি সংকটসহ একাধিক ইস্যুতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। সোমবার (৩০ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে ৩ দফা দাবি ও ৪ কর্মসূচি ঘোষণা করা হয়। জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান সংবাদ সম্মেলনে বলেন, “দেশে ভারতীয় আধিপত্য, শেখ হাসিনার একনায়কতন্ত্র এবং আওয়ামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি জাতীয় গণজাগরণ অপরিহার্য হয়ে উঠেছে।” জাগপার ৩টি প্রধান দাবি: ঘোষিত ৪ কর্মসূচি: রাশেদ প্রধান আরও বলেন, “আমরা জাতীয় নির্বাচনের অপেক্ষায় আছি, কিন্তু শুধু নির্বাচন নয়—আমরা বিচার চাই। ফ্যাসিস্টদের শাসনকালে সংঘটিত সব গণহত্যার বিচারের দাবি অবহেলিত হয়ে পড়েছে।” তিনি অভিযোগ করেন, “শেখ হাসিনা কেবল একজন প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতীয় স্বার্থে উৎসর্গ করেছিলেন। দিল্লি তাকে আশ্রয় দিয়ে তা প্রকাশ্যেই প্রমাণ করেছে।” তিনি আরও বলেন, “শুধু নির্বাচন নয়, দরকার একটি ভারতীয় প্রভাবমুক্ত সুশাসন ব্যবস্থা, যার মাধ্যমে দেশের বিচারব্যবস্থা, সীমান্তনীতি, রাজনৈতিক স্বাধিকার এবং সম্পদ রক্ষা করা সম্ভব হবে।” সংবাদ সম্মেলনে জাগপার অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। এসএকে/ |