‘ইসরায়েলের পিআর পদ্ধতি কেন আলেম-উলামার আদর্শ হলো’
প্রকাশ: ০৪ জুলাই, ২০২৫, ১১:০৬ দুপুর
নিউজ ডেস্ক

যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদের কড়া সমালোচনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, দীর্ঘ ১৫ বছর পিআর পদ্ধতির নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম হয়নি, জনগণ রক্ত দেয়নি। বিশ্বের বিভিন্ন দেশে এমনকি ইসরায়েলেও পিআর পদ্ধতির নির্বাচন হয়। ইসরায়েলের সেই পিআর পদ্ধতি কেন আলেম, উলামা ও পীরদের আদর্শ হলো, সেটা বুঝে আসে না।

বৃহস্পতিবার (৩ জুলাই) ময়মনসিংহ নগরীর নতুন বাজার বিএনপি কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের শোক, বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে ড্যাবের রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোটের সংখ্যানুপাতের ভিত্তিতে সংসদ সদস্য নির্বাচনের দাবির কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণ সংখ্যানুপাতের ভিত্তিতে নয়, জনগণ সরাসরি প্রার্থী, মার্কা, দল দেখে ভোট দিতে চায়। অপ্রাসঙ্গিক, অযৌক্তিক দাবি করে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা , জটিলতা সৃষ্টি না করে জাতীয় ঐক্য বজায় রেখে গণতন্ত্রের লক্ষ্যে নির্বাচনের পথে হাঁটার জন্য সবার প্রতি আহ্বান জানাই।

এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী ফ্যাসিবাদবিরোধী ১৫ বছরের গণতন্ত্রের লড়াই ও চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদ ও পঙ্গুত্ব বরণকারীরা আমাদের জাতীয় বীর। তাদের যথাযথ স্বীকৃতি ও সম্মান দেওয়া রাষ্ট্র ও জনগণের দায়িত্ব। জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদ ও পঙ্গুত্ববরণকারীসহ বিগত ১৫ বছরের গুম-খুনের শিকার ব্যক্তিরা প্রাপ্য মর্যাদা পাবেন।1

নেতাকর্মীদের প্রতি বিএনপির এ নেতা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বুকে ধারণ করেন। নেতাকর্মীদেরও সেই আকাঙ্ক্ষা বুকে ধারণ করে পরিবর্তনের মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে। জনগণ কষ্ট পায় বা পছন্দ করে না, এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে।

অনুষ্ঠানে ডক্টর’স অ্যাসোসিয়েশনের (ড্যাব) জেলা সভাপতি অধ্যাপক ডা. এ কে এম মুসা শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এ কে এম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন ও যুগ্ম আহ্বায়ক শামীম।

এনএইচ/