বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখা পুনর্গঠন, সভাপতি মাওলানা হাফিজ
প্রকাশ:
০৯ জুলাই, ২০২৫, ০১:১৯ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা শাখার কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন ৩৫ সদস্যের কমিটিতে মাওলানা মো. হাফিজুর রহমানকে সভাপতি ও হাফেজ ক্বারী ওয়ালিউল্লাহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সোমবার (৬ জুলাই) রাতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীতে খেলাফত মজলিস অফিসে অনুষ্ঠিত এক মতবিনিময় ও আলোচনা সভায় এই কমিটি গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইন এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী। শূরা ও মতামতের ভিত্তিতে মাওলানা হাফিজুর রহমান সভাপতি, হাফেজ ক্বারী ওয়ালিউল্লাহ সাধারণ সম্পাদক এবং মুফতি শওকত আলীকে সাংগঠনিক সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী ওয়ালিউল্লাহ জানান, মোট ৩৫ জন সদস্যকে নিয়ে একটি কার্যকর নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা দেশবাসীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিক্সা প্রতীককে ভোট দিয়ে খেলাফতপন্থীদের বিজয়ী করার আহবান জানান। এমএইচ/ |