ইসরায়েলের ১০ বন্দিকে মুক্তি দিতে রাজি হামাস
প্রকাশ:
১০ জুলাই, ২০২৫, ০৮:৫৯ সকাল
নিউজ ডেস্ক |
![]()
গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির প্রচেষ্টার অংশ হিসেবে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, তারা ইসরায়েলের ১০ বন্দিকে মুক্তি দিতে রাজি হয়েছে। তবে সংগঠনটি সতর্ক করে বলেছে, ইসরায়েলের অসহযোগিতার কারণে যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা ক্রমেই জটিল হয়ে উঠছে। খবর—আল জাজিরা। বুধবার হামাসের পক্ষ থেকে এ মন্তব্য আসে এমন এক সময়, যখন ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গাজায় আরও অন্তত ৭৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। একই দিনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ প্রকাশ করেন যে, শিগগিরই একটি কার্যকর যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হতে পারে। হামাস জানায়, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান আলোচনায় এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি হয়নি। এর মধ্যে রয়েছে—গাজায় জরুরি সহায়তা পৌঁছানোর নিশ্চয়তা, ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার এবং একটি টেকসই যুদ্ধবিরতির প্রতিশ্রুতি। হামাসের শীর্ষ কর্মকর্তা তাহের আল-নুনু বলেন, “আমরা সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছি এবং প্রয়োজনীয় নমনীয়তা দেখিয়েছি—যাতে আমাদের জনগণকে গণহত্যা থেকে রক্ষা করা যায়, এবং তাদের কাছে মানবিক সহায়তা মর্যাদার সঙ্গে ও বাধাহীনভাবে পৌঁছানো নিশ্চিত করা যায়। যতক্ষণ না আমরা যুদ্ধের পূর্ণ অবসানে পৌঁছাতে পারি, ততক্ষণ পর্যন্ত এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।” |