জুলাই মাসের মধ্যেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে : শিবির সভাপতি
প্রকাশ:
১৯ জুলাই, ২০২৫, ০৪:৪৪ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘জুলাই মাসের মধ্যেই অভ্যুত্থানের শহীদ-গাজীদের স্বীকৃতি দিয়ে জুলাই ঘোষণাপত্র দিতে হবে।’ আজ শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন। জাহিদুল ইসলাম বলেন, ‘এ সরকার শিক্ষা সংস্কারে কোনো কমিশন করেনি। অবিলম্বে শিক্ষা সংস্কারে কমিশন গঠন করতে হবে।’ তিনি বলেন, ‘প্রয়োজনে আবার জুলাই ফিরে আসবে, কিন্তু কোনো ফ্যাসিবাদের হাতে বাংলাদেশকে তুলে দেব না।’ এ সময় অতি দ্রুত সব ক্যাম্পাসে ছাত্রসংসদ নির্বাচনের আয়োজন করার আহ্বান জানান তিনি। এমএইচ/ |