মধ্যরাতে মদ্যপ অবস্থায় নোবেলের মারামারি, অতঃপর...
প্রকাশ:
২০ জুলাই, ২০২৫, ১০:২০ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল আবারও বিতর্কে। এবার রাজধানীর কল্যাণপুরে মদ্যপ অবস্থায় উবার চালককে মারধরের ঘটনায় তাকে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, উবার অ্যাপে গাড়ি বুক করে হাবুলের পুকুরপাড় এলাকায় পৌঁছান নোবেল ও তার স্ত্রী সালসাবিল মাহমুদ। তবে গন্তব্যে পৌঁছেও তিনি গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানান এবং চালকের সঙ্গে বিতর্কে জড়ান। চালক আকবর হোসেন অভিযোগ করেন, “নোবেল স্যার গাড়ি থেকে নামতে না চেয়ে অপ্রাসঙ্গিক কথা বলতে থাকেন, গালাগাল করেন এবং হঠাৎ করেই মারধর শুরু করেন।” এসময় উত্তেজনার সূত্র ধরে আশপাশের লোকজন জড়ো হয়ে পরিস্থিতি জটিল করে তোলে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নোবেল, চালক ও গাড়িটি থানায় নিয়ে যায়। ঘটনার সময় নোবেল ছিলেন মদ্যপ অবস্থায় বলে জানায় থানা সূত্র। তবে শনিবার মধ্যরাত পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। ওসি সাজ্জাদ রোমান বলেন, “নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার বক্তব্য নেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।” উল্লেখ্য, এর আগেও নোবেল বিতর্কে জড়ান। গত ২০ মে নারী নির্যাতনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে ২৪ জুন আদালত তার জামিন মঞ্জুর করেন। গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নোবেল ও সালসাবিল মাহমুদের বিবাহ সম্পন্ন হয়। আদালতে জামিন শুনানির সময় স্ত্রীর পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় জামিন পান নোবেল। বর্তমানে নোবেল পুলিশের হেফাজতে রয়েছেন, তদন্ত চলছে। এনএইচ/ |