‘জাতিসংঘের সঙ্গে চুক্তি বাতিলে সরকারের ওপর আমরা চাপ অব্যাহত রাখব’ 
প্রকাশ: ২১ জুলাই, ২০২৫, ০৮:২৬ রাত
নিউজ ডেস্ক

জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় বাংলাদেশে স্থাপনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। তিনি জানিয়েছেন, এই চুক্তি বাতিল করতে সরকারের ওপর তারা চাপ অব্যাহত রাখবেন। 

আওয়ার ইসলামকে দেওয়া এক সাক্ষাৎকারে মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘হেফাজতে ইসলাম শুরু থেকেই জাতিসংঘ মানবাধিকার দপ্তর স্থাপনের বিরোধিতা করে আসছে। এ বিষয়ে আমরা বিক্ষোভ করেছি, প্রতিবাদ করেছি, সরকারের কাছে বারবার আমাদের অবস্থান জানিয়েছি।’

মাওলানা ইসলামাবাদী বলেন, ‘সরকার আমাদের এই দাবিকে উপেক্ষা করে মিশন বাস্তবায়নের পথে এগোচ্ছে। এটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুসলিম ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সভ্যতার জন্য হুমকি। সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনতার ইমান-আকিদার জন্যও এটি হুমকিস্বরূপ, যা কোনোভাবেই বরদাশত করা হবে না।’

সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে দিয়েছি—এই চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। যদি তা না করা হয়, তাহলে দেশের আলেম সমাজকে সঙ্গে নিয়ে হেফাজতে ইসলাম যে কোনো কঠিন কর্মসূচি গ্রহণে বাধ্য হবে ইনশাআল্লাহ।’
মাওলানা আজিজুল হক আরও বলেন, ‘আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখব। এই সিদ্ধান্ত বাতিলের জন্য প্রয়োজনীয় সব ধরনের চাপ প্রয়োগ করব ইনশাআল্লাহ।’

প্রসঙ্গত, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলার বিরুদ্ধে বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক মহল থেকে প্রতিবাদ জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্টো প্রতিবাদ উপেক্ষা করে সরকার চুক্তি সম্পাদন করেছে।

আইএইচ/