মাইলস্টোন স্কুল দুর্ঘটনা, উদ্ধার তৎপরতা ও আমাদের করণীয়
প্রকাশ:
২১ জুলাই, ২০২৫, ০৮:৫৮ রাত
নিউজ ডেস্ক |
![]()
মাওলানা ওয়ালিউল্লাহ আজিজী এমন ভয়াবহ খবর আমরা আর শুনতে চাই না। মাইলস্টোন স্কুলের উপর প্রশিক্ষণ বিমানের ভয়ংকর দুর্ঘটনা আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে। আমাদের কোমলমতি শিশুদের যন্ত্রণায় ছটফট করার দৃশ্য পুরো জাতির শান্তি কেড়ে নিয়েছে। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি। দুর্ঘটনা–পরবর্তী উদ্ধার তৎপরতা ও আমাদের করণীয়: মানবিকতা রাজনৈতিক নেতারা শোক প্রকাশ করে বার্তা দিবেন এটা স্বাভাবিক। কিন্তু সরাসরি ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে উদ্ধার তৎপরতায় বাধা সৃষ্টি করা কিংবা হাসপাতালে গিয়ে চিকিৎসায় ব্যঘাত ঘটানো কোনভাবেই কাম্য নয়। উদ্ধার তৎপরতায় সমন্বয় গুজব থেকে সতর্কতা পরিবারের পাশে থাকা দায়িত্ব নির্ধারণ ও তদন্ত দাবি দোয়া ও ইবাদত শেষ কথা হলো- এই দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, আমাদের নিরাপত্তা ব্যবস্থায় কতটা গাফিলতি রয়ে গেছে। এখনই সময়, সম্মিলিতভাবে সচেতন ও মানবিক জাতি হিসেবে নিজেকে প্রমাণ করার। আসুন, এই শোককে শক্তিতে পরিণত করি, ভুল থেকে শিক্ষা গ্রহণ করি এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হই। লেখক: শিক্ষার্থী, এশিয়ান ইউনিভার্সিটি, অ্যাকটিভিস্ট। এমএইচ/ |