আগুনে পোড়া রোগীর চোখের যত্নে করণীয়
প্রকাশ:
২২ জুলাই, ২০২৫, ০৪:১৫ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ড. মো. আরমান হোসেন রনি চলুন, জেনে নিই দুর্ঘটনার পরপরই কী করবেন? পানির ব্যবহার দ্রুত চিকিৎসকের কাছে যান। চোখে পোড়ার প্রভাব দেখতে না পেলেও চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ নিন। কর্নিয়া বা কনজাংটিভার ক্ষতি হয়েছে কি না তা নির্ণয় করে চিকিৎসা শুরু জরুরি। চোখকে সংক্রমণ থেকে বাঁচান নিয়মিত ওষুধ ব্যবহার অ্যান্টিবায়োটিক ড্রপ/মলম : সংক্রমণ প্রতিরোধে লুব্রিকেন্ট ড্রপ : শুষ্কতা ও অস্বস্তি কমাতে স্টেরয়েড ড্রপ (প্রয়োজনে) : প্রদাহ কমাতে, তবে শুধু চিকিৎসকের পরামর্শে ব্যথার ওষুধ : অস্বস্তি কমাতে নিয়মিত ফলোআপ করুন সানগ্লাস ও আই শিল্ড ব্যবহার মানসিক সহায়তা দিন পুষ্টিকর খাবার খান চক্ষুবিশেষজ্ঞ ও সার্জন: জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলানগর, ঢাকা এমএইচ/ |