
| 	
        
			
							
			
			  শিক্ষক মাহরিনের বীরত্বে অভিভূত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, গভীর শোক প্রকাশ  
			
			
	
			
										প্রকাশ:
										২৩ জুলাই, ২০২৫,  ০৩:২০ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে তিনি এই ভয়াবহ ঘটনায় নিজের জীবন বিপন্ন করে শিক্ষার্থীদের রক্ষায় এগিয়ে আসা শিক্ষক মাহরিন চৌধুরীর বীরত্বপূর্ণ আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেছেন। বুধবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে আনোয়ার ইব্রাহিম লেখেন, তিনি আরও লেখেন, আনোয়ার ইব্রাহিম জানান, তিনি বাংলাদেশের নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখে তার শোকবার্তা এবং মালয়েশিয়ার জনগণের পক্ষ থেকে সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর মাইলস্টোন স্কুলের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এ পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ১৬৫ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর। নিহতদের অধিকাংশই শিশু শিক্ষার্থী। মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন শিক্ষার্থী, নাফি, মারা যায়। এই ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক মাহরিনের মতো সাহসী ও আত্মত্যাগী মানুষদের ভূমিকায় কিছুটা হলেও আলো দেখছে দেশবাসী। এসএকে/  |