বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ
প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫, ০৯:৩৭ রাত
নিউজ ডেস্ক

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের প্রকাশনা বিভাগে উচ্চমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে একজন দক্ষ জনবল নিয়োগ দেওয়া হবে। বোর্ডের মহাসচিব মাওলানা নূরুল হুদা ফয়েজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেড-০৯ এ একটি শূন্য পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ পাবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ জুলাই ২০২৫ ইং তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে।

আবেদনকারীদের ন্যূনতম এইচএসসি/আলিম বা সমমানের পাস হতে হবে। বাংলা, ইংরেজি, আরবি ও উর্দু ভাষায় কম্পোজ করার সক্ষমতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় মৌলিক ধারণা এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণের সনদ থাকা আবশ্যক। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনপত্র নির্বাহী চেয়ারম্যান বরাবরে স্বহস্তে লিখে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত সংযুক্ত করে bqeboard@gmail.com ঠিকানায় ই-মেইলে পাঠাতে হবে অথবা বোর্ডের প্রশাসন দপ্তরে সরাসরি জমা দেওয়া যাবে।

নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যাচাই-বাছাই করা হবে। নির্বাচিত প্রার্থীকে বোর্ডের বিধি মোতাবেক বেতন ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।

নিয়োগ বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহীদের বোর্ডের দপ্তরে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। 

যোগাযোগ
প্রধান কার্যালয়:
রশীদ আহমাদ গঙ্গুহী (রহঃ) ভবন, চরমোনাই, বরিশাল
০১৭২৭২০৬১৬১, ০১৭৬৮৪৩২০৫৪

ঢাকা অফিস:
জামিয়া কারীমিয়া দারুল উলূম, আমান সিটি, মুসলিম নগর, মাতুয়াইল, যাত্রাবাড়ী, ঢাকা
০১৭৪৮৬৪৯১৭২

এমএইচ/