বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানালেন দুই পবিত্র মসজিদের খাদেম ও সৌদি যুবরাজ
প্রকাশ:
২৫ জুলাই, ২০২৫, ০৯:৫৯ সকাল
নিউজ ডেস্ক |
![]()
পূর্ব রাশিয়ার আমুর অঞ্চলে রাশিয়ান যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশে পাঠানো এক শোকবার্তায় বাদশাহ সালমান বলেন, “আমরা পূর্ব রাশিয়ার আমুর অঞ্চলে বিমান দুর্ঘটনার খবরে ব্যথিত। এই মর্মান্তিক ঘটনায় আমি আপনার প্রতি, নিহতদের পরিবার এবং রাশিয়ার বন্ধুপ্রতিম জনগণের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আশা করি, আপনি কোনো ক্ষতির সম্মুখীন হবেন না।” এদিকে, যুবরাজ মোহাম্মদ বিন সালমানও প্রেসিডেন্ট পুতিনের উদ্দেশে পৃথক এক বার্তায় বলেন, “বিমান দুর্ঘটনায় প্রাণহানির দুঃসংবাদে আমি শোকাহত। আমি আপনার, নিহতদের স্বজন এবং রাশিয়ার জনগণের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করছি।” এনএইচ/ |