বুরকিনায় ৪টি শত্রু সামরিক চৌকিতে মুজাহিদদের হামলা: ২৩ শত্রু সেনা নিহত
প্রকাশ:
২৫ জুলাই, ২০২৫, ১২:১১ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
বুরকিনা ফাসোতে জান্তা বাহিনীর বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালিয়েছে আল-কায়েদা সংশ্লিষ্ট পশ্চিম আফ্রিকার সশস্ত্র সংগঠন ‘জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন’ (জেএনআইএম)। এসব অভিযানে অন্তত ২৩ সেনা নিহত এবং একজন সেনা মুজাহিদদের হাতে বন্দি হয়েছেন বলে জানা গেছে। আল-জাল্লাকার সূত্রে জানা যায়, গত ২২ জুন রবিবার, দেদুগু প্রদেশের সাসি এলাকায় প্রথম হামলাটি চালানো হয়। এতে ৬ জন জান্তা সেনা নিহত হয় এবং মুজাহিদরা ৩টি ক্লাশিনকোভ, ১৮টি মোটরসাইকেল ও অন্যান্য সামরিক সরঞ্জাম গনিমত হিসেবে অর্জন করেন। একই দিন, বাঙ্গৌরা প্রদেশের লোগো-নেগি এলাকায় আরেকটি চৌকিতে হামলায় আরও ৬ জান্তা সেনা নিহত হয়। সেখান থেকেও ২টি ক্লাশিনকোভ, ৩টি মোটরসাইকেল ও সামরিক রসদ গনিমত করা হয়। পরদিন ২৩ জুন, তেনকুদৌগু প্রদেশের বিসগা গ্রামে হামলা চালান জেএনআইএম যোদ্ধারা। এই অভিযানে আরও ৬ সেনা নিহত হয় এবং একজন বন্দি হন। অভিযানে ১টি বিকা মেশিনগান, ৭টি ক্লাশিনকোভ, ৮টি মোটরসাইকেল ও অন্যান্য সরঞ্জাম গনিমত হয়। ২৪ জুন মঙ্গলবার, কিয়া রাজ্যের বাসৌম এলাকায় চতুর্থ হামলাটি হয়। এতে ৫ সেনা নিহত হয় এবং বাকিরা পালিয়ে যায়। মুজাহিদরা সেখানে ১টি বিকা, ৫টি ক্লাশিনকোভ, একটি ড্রোনসহ মূল্যবান সামরিক সরঞ্জাম দখলে নেন। এনএইচ/ |