আফগানিস্তানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নতুন সিমেন্ট কারখানা নির্মিত হবে
প্রকাশ:
২৬ জুলাই, ২০২৫, ০৯:৫০ সকাল
নিউজ ডেস্ক |
![]()
আফগানিস্তানের বাঘলান প্রদেশে পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটি নতুন সিমেন্ট কারখানা নির্মিত হতে যাচ্ছে। “তৃতীয় ঘোরি সিমেন্ট কারখানা” নামে এ প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কারখানার প্রধান শফিউল্লাহ ওয়াহিদি। তিনি বাখতার নিউজ এজেন্সিকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান। ওয়াহিদি বলেন, “বর্তমান সিমেন্ট কারখানাগুলো অতিরিক্ত ধুলাবালি ও মাটি উৎপাদনের মাধ্যমে পরিবেশ দূষণে বড় ধরনের ভূমিকা রাখছে।” তালেবান সরকারের অধীনে আফগানিস্তানে ফিরে আসার পর, পরিবেশগত প্রভাব কমিয়ে উৎপাদন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আধুনিক প্রযুক্তির এই নতুন কারখানা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটি আগামী এক থেকে দুই বছরের মধ্যে বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে। নতুন কারখানাটি চালু হলে শুধু উৎপাদন ক্ষমতাই বাড়বে না, বরং পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নের দিকেও অগ্রসর হবে দেশটি। এতে ধাপে ধাপে পুরোনো কারখানাগুলো বন্ধ করে দেওয়া হবে, যা বাঘলান অঞ্চলে পরিচ্ছন্ন শিল্প পরিবেশ গড়ে তুলবে। এনএইচ/ |