আফগান সরকারকে স্বীকৃতি দেওয়ার সঠিক সময় নয়: ইসহাক দার
প্রকাশ:
২৭ জুলাই, ২০২৫, ০৮:২৯ সকাল
নিউজ ডেস্ক |
![]()
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, এখনো আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বীকৃতি দেওয়ার উপযুক্ত সময় আসেনি। রাশিয়ার স্বীকৃতি প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “এটি একটি স্বাধীন রাষ্ট্রের সিদ্ধান্ত। তারা তাদের জাতীয় স্বার্থে এ পদক্ষেপ নিয়েছে। আমরা এখনো তা করিনি, কারণ সময় উপযুক্ত নয়।” যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আটলান্টিক কাউন্সিলের এক সভায় তিনি বলেন, “পাকিস্তান একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও সার্বভৌম আফগানিস্তান চায়। তবে আফগান ভূমি থেকে সন্ত্রাসবাদের হুমকি এখনো পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ।” দার আরও বলেন, পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। তবে একমাত্র শর্ত হলো—“আফগান ভূমি যেন কোনো দেশের বিরুদ্ধে, বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার না হয়।” প্রসঙ্গত, কাবুল-ইসলামাবাদ সম্পর্ক নতুন ধাপে প্রবেশ করেছে এবং আফগান পররাষ্ট্রমন্ত্রীর শিগগিরই ইসলামাবাদ সফরের সম্ভাবনা রয়েছে। এনএইচ/ |