রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মুসলিম উম্মাহর অবস্থান স্পষ্ট থাকতে হবে
প্রকাশ:
২৭ জুলাই, ২০২৫, ০৪:০২ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
মাওলানা ওয়ালিউল্লাহ আজিজী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৃতীয় বর্ষে গড়ালেও এর নিষ্পত্তির কোনো সম্ভাব্য পথ এখনো দৃশ্যমান নয়। বরং যুদ্ধের বিস্তার, সামরিক জোটগুলোর ভূমিকা এবং কূটনৈতিক চাপ এ সংঘাতকে দিন দিন আরও জটিল ও বহুমাত্রিক করে তুলছে। যুদ্ধের পরিধি শুধু রণক্ষেত্রেই সীমাবদ্ধ নয়; বরং তা ছড়িয়ে পড়েছে অর্থনীতি, রাজনীতি, নিরাপত্তা কাঠামো ও মানবাধিকার ইস্যুতেও। এমনকি এই যুদ্ধ মুসলিম বিশ্বকেও প্রভাবিত করছে। ইউক্রেন যুদ্ধকে যদি কেবল একটি দ্বিপাক্ষিক সংঘাত হিসেবে দেখি, তবে আমরা ভুল ক্যানভাসে তুলির আঁচড় কাটছি। এই যুদ্ধ, আসলে একটি দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক খেলায় নতুন মাত্রা যোগ করেছে—যেখানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বলয় শুধু অস্ত্র নয়, তথ্য, অর্থনীতি, কূটনীতি এবং পরমাণু হুমকিকে একে অপরের বিরুদ্ধে ব্যবহার করছে। অন্যদিকে এই যুদ্ধে মুসলিম রাষ্ট্রগুলোর অবস্থান খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাশিয়া কিংবা আমেরিকা–কোন এক পক্ষের ক্রীড়নকে পরিণত হলেই তাদের জন্য রয়েছে অশনি সংকেত। তাই মুসলিম বিশ্বের সামনে আত্মমর্যাদার সাথে নিজেদের স্বার্থের পক্ষে পদক্ষেপ নেয়া ছাড়া বিকল্প নেই। রাশিয়ার লক্ষ্য: পশ্চিমা বলয় ভাঙা যুক্তরাষ্ট্রের লক্ষ্য: বিশ্ব নেতৃত্ব পুনঃনিশ্চিতকরণ ইউক্রেনকে অস্ত্র সরবরাহের মাধ্যমে যুক্তরাষ্ট তার সামরিক শিল্পে বিপুল বিনিয়োগ ও রপ্তানির সুযোগ তৈরি করতে চায়। অন্য রাষ্ট্রের উপর শক্তিপ্রয়োগ ও নিষেধাজ্ঞার রাজনীতি্য বৈধতা তৈরি করতে চায়। মুসলিম বিশ্বের অবস্থান ২. উম্মাহর আর্থিক শক্তি কৌশলগতভাবে ব্যবহৃত হচ্ছে। রাশিয়া যুদ্ধের কারণে ইউরোপ ও আমেরিকা এখন আবারও মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর নির্ভরশীল। পেট্রোডলার ও ইসলামী অর্থনীতির ভিত্তি এখন পশ্চিমা বলয়ের চোখে আরও গুরুত্বপূর্ণ।তবে দুর্ভাগ্যজনকভাবে মুসলিম রাষ্ট্রগুলো এই সুযোগকে বিশ্ব নেতৃত্ব পুনঃগঠনে প্রভাবশালীভাবে ব্যবহার করতে পারছে না। ৩. উইপনাইজড মিডিয়া ও ইসলামফোবিয়া: এক প্রচ্ছন্ন ফ্রন্টলাইন ৪. ফিলিস্তিন ও ইউক্রেন: দুটি যুদ্ধ, দুটি মানদণ্ড মুসলিম বিশ্ব এই দ্বৈত নীতির বিরুদ্ধে সম্মিলিত নৈতিক প্রতিরোধ গড়ে তুলতে পারছে না—এটা এই যুদ্ধের বড় গোপন ট্র্যাজেডি। মুসলিম উম্মাহর দায়িত্ব রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখন কেবল ইউরোপীয় কনফ্লিক্ট নয়—এটি একটি ‘নিউ-ওয়ার্ল্ড অর্ডার’-এর জন্ম প্রক্রিয়া। প্রশ্ন হলো, মুসলিম বিশ্ব সেই ইতিহাসের দর্শক থাকবে, না অংশগ্রহণকারী হবে? রাশিয়া ইউক্রেন যুদ্ধে বন্দি বিনিময়ের মধ্য দিয়ে মানবিক বার্তা এলেও, তার ছায়ায় লুকিয়ে আছে পরাশক্তিগুলোর রূপ বদলের নীলনকশা। এই বিশ্লেষণ তাই শুধু ভূরাজনীতি নয়, বরং মুসলিম উম্মাহর জন্য আত্মসচেতনতার আহ্বান। লেখক: ফাজেল, জামিয়া রাহমানিয়া আজিজিয়া এমএইচ/ |