একটা নতুন সংবিধানের দাবিতে রাজপথে নেমেছি: নাহিদ ইসলাম
প্রকাশ: ২৭ জুলাই, ২০২৫, ০৪:২৮ দুপুর
নিউজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা শেখ হাসিনাসহ আওয়ামী লীগের যারা বিভিন্ন সন্ত্রাসী রয়েছে, তাদের বিচারের দাবিতে রাজপথে নেমেছি। দেশব্যাপী সংস্কারের দাবিতে আমরা নেমেছি। একটা নতুন সংবিধানের দাবিতে আমরা নেমেছি। এই নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে। যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে ৫ আগস্টের সাধারণ মানুষ, বাংলাদেশের অভ্যুত্থানকারী জনতা, বাংলাদেশের আগামীর নতুন সংবিধান নির্ধারণ করবে। 

রোববার (২৭ জুলাই) জাতীয় নাগরিক পার্টির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে নেত্রকোণায় পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত পথসভায় এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, তরুণরা কোনো দাবি নিয়ে রাজপথে নামতে আসেনি। তরুণরা দায়িত্ব গ্রহণ করতে এসেছে। তরুণদের উদ্দেশ্যে আমাদের এই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে। তরুণদেরকে ক্ষমতায়িত করে, বাংলাদেশের সব শ্রেণির সব বয়সের মানুষের জন্য, একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে হবে। তরুণরা কোনো দাবি নিয়ে রাজপথে নামতে আসেনি, তরুণরা দায়িত্ব গ্রহণ করতে এসেছে।

তিনি আরও বলেন, আপনারা যারা মুরুব্বি রয়েছেন, আপনারা আমাদের অভিভাবকত্ব গ্রহণ করবেন। জাতীয় নাগরিক পার্টিকে পরামর্শ দেবেন, জাতীয় নাগরিক পার্টি সাধারণ মানুষের, নাগরিকের অধিকার আদায় ও মর্যাদার জন্য কাজ করবে। আমরা জুলাই গণঅভ্যুত্থানের এক বছরে পূর্তিতে পুরো বাংলাদেশ চষে বেড়াচ্ছি। বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যাচ্ছি। আপনাদের দুয়ারে যাচ্ছি, আপনাদের সমস্যার কথা বলছি। জুলাই গণঅভ্যুত্থানে যে স্বপ্ন নিয়ে তরুণ সমাজ রাজপথে নেমে এসেছিল। আমাদের শহীদ ভাইয়েরা জীবন দিয়েছিল, সেই স্বপ্নের কথা সে আকাঙ্ক্ষার কথা আমরা বলছি।

নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি জুলাই গণঅভ্যুত্থান, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পরে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা। একটা ফ্যাসিস্ট সরকার, যে সরকার ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষকে নির্যাতিত করেছে। বাংলাদেশের বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদের খুন-গুম করেছে এবং বাংলাদেশের জনগণের অধিকার হরণ করেছে। সেই সরকারের বিরুদ্ধে সাধারণ ছাত্র-জনতা নেমে এসে গণঅভ্যুত্থান ঘটিয়েছিল। এ গণঅভ্যুত্থানের কতগুলো দাবি ছিল। এ অভ্যুত্থানের অন্যতম প্রধান দাবি ছিল, যে ফ্যাসিস্ট সরকার ও ফ্যাসিস্ট বাহিনী এই ধরনের হত্যাযজ্ঞ করেছে, ১৬ বছর মানুষকে নির্যাতন করেছে, অনেকগুলো গণহত্যা করেছে, মানুষের টাকা লুট করেছে। সে ফ্যাসিস্ট সরকার এবং তার বাহিনীর বিচার করতে হবে।’

‘এই মুজিববাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশে যে সংগ্রাম শুরু হয়েছে। বাংলাদেশপন্থি, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য, মানবিক মর্যাদা নিশ্চিত করার জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে।’

পথসভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ এনসিপির জেলা পর্যায়ের নেতারা।

এমএইচ/