যশোরের তিনটি আসনে হাতপাখার প্রার্থী ঘোষণা
প্রকাশ:
২৮ জুলাই, ২০২৫, ০৯:২৪ সকাল
নিউজ ডেস্ক |
![]()
যশোরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয়েছে। রোববার (২৭ জুলাই) যশোরের বসুন্দিয়া মোড় বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ বসুন্দিয়া ইউনিয়নের উদ্যোগে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। সমাবেশ শেষে পীর সাহেব চরমোনাই যশোর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেনকে, যশোর-৪ আসনে ইসলামী আইনজীবী পরিষদের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বায়েজীদ হোসাইনকে এবং যশোর-৫ আসনে মাস্টার মো. জয়নাল আবেদীন (টিপু)-কে হাতপাখা প্রতীকের প্রার্থী ঘোষণা করেন। গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আওয়াল, কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, কেন্দ্রীয় আইনজীবী পরিষদের জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন, জেলা সভাপতি সাবেক পুলিশ অফিসার আলহাজ মিয়া মো. আব্দুল হালিম, সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ আলী সরদার। এনএইচ/ |