খাবার সামনে এলে যে দোয়া পড়বেন
প্রকাশ:
২৮ জুলাই, ২০২৫, ১০:০৩ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
জীবনের প্রতিটি বিষয়ের মতো খাবার গ্রহণের ক্ষেত্রেও প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর নির্দেশনা ও সুন্নত রয়েছে। তিনি কীভাবে খাবার খেতেন এবং খাবারের আগে-পরে কী দোয়া করতেন— তা হাদিসগ্রন্থগুলোতে বর্ণিত হয়েছে। খাবার সামনে এলে নবীজি (সা.) একটি দোয়া পড়ার তাগিদ দিয়েছেন। হজরত আমর ইবনুল আস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন— যখন খাবার সামনে আসত, রাসুল (সা.) এই দোয়া পড়তে বলতেন। (সূত্র: আল-আযকারুন নাবুউয়্যাহ, হাদিস: ৫৫৬) দোয়া: اللَّهُمَّ بارِكْ لَنا فِيما رَزَقْتَنا، وَقِنا عَذَابَ النَّارِ উচ্চারণ: আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা, ওয়াকিনা 'আযাবান্নার। অর্থ: হে আল্লাহ! আপনি আমাদের যা রিজিক দিয়েছেন, তাতে বরকত দিন এবং আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। এই দোয়া পাঠের মাধ্যমে আমরা খাবারের বরকত কামনা করি এবং আখিরাতের কঠিন শাস্তি থেকে মুক্তি চেয়ে থাকি। ইসলামী জীবনে এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নত আমল। এনএইচ/ |