ফায়ার অ্যালার্মে সাময়িক স্থগিত ঐকমত্য কমিশনের বৈঠক
প্রকাশ:
২৮ জুলাই, ২০২৫, ০২:২০ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলাকালে হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় রাজনৈতিক নেতারা তড়িঘড়ি করে সম্মেলন কক্ষ ত্যাগ করেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সোমবার (২৬ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। অ্যালার্ম বাজতেই কিছু সময়ের জন্য সংলাপ স্থগিত ঘোষণা করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি বলেন, “ফায়ার অ্যালার্ম বেজে উঠেছে, নিরাপত্তার স্বার্থে আমাদের কক্ষ ত্যাগ করতে হবে।” এরপর উপস্থিত সবাই সম্মেলন কক্ষ থেকে বের হয়ে যান। প্রায় ২৫ মিনিট পর, দুপুর ১২টা ৪৫ মিনিটে আবারও বৈঠক শুরু হয়। ফরেন সার্ভিস একাডেমির দায়িত্বপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তা জানান, অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে তারা আগুনের উৎস খুঁজতে থাকেন। কিন্তু কোথাও আগুনের অস্তিত্ব না পাওয়ায় পরে জানা যায়—কয়েকজন ব্যক্তি সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়লে অ্যালার্মটি সক্রিয় হয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে কিছুটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হলেও পরে বৈঠক স্বাভাবিকভাবেই এগিয়ে চলে। এসএকে/ |