কক্সবাজারে ইসলামিক ফিকহী সেমিনার অনুষ্ঠিত হচ্ছে আজ
প্রকাশ: ২৯ জুলাই, ২০২৫, ০৮:১০ সকাল
নিউজ ডেস্ক

কক্সবাজারে আজ ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার বিকাল ৩টায় পাবলিক হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইসলামিক ফিকহী সেমিনার।

তানজিমে উলামায়ে আহলে সুন্নাহ কক্সবাজার-এর উদ্যোগে আয়োজিত এই সেমিনারে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা মুফতি মনছুরুল হক, পরিচালক, জামিয়া রহমানিয়া, ঢাকা।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার ও দাঈ আল্লামা মুফতি তারিক মাসউদ (পাকিস্তান)।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক স্কলার ও mufassire Qur’an আল্লামা ওবায়দুল্লাহ হামজাহ, যিনি জামিয়াতুস সুন্নাহ বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক এবং আন্তর্জাতিক সেমিনার বক্তা।

সেমিনারে আরও উপস্থিত থাকবেন:আল্লামা খালেদ সাইফুল্লাহ আযহারী (ঢাকা),

আল্লামা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, আল্লামা হাফেজ আব্দুল গফ্ফার, আল্লামা মুফতি ফিকহায়তুল্লাহ কাসেমী, আল্লামা মুফতি আজহার হোসাইন কাসেমী,

সভাপতিত্ব করবেন মাওলানা মুহাম্মদ মুসলিম, সভাপতি, তানজিমে উলামায়ে আহলে সুন্নাহ কক্সবাজার।

এনএইচ/