ট্রান্সফরমার বিস্ফোরণে অন্ধকারে হবিগঞ্জ, ১৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো বিদ্যুৎ সরবরাহ
প্রকাশ:
০১ আগস্ট, ২০২৫, ১১:৪৯ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আকস্মিক ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। টানা ১৫ ঘণ্টা অচলাবস্থার পর অবশেষে শুক্রবার (১ আগস্ট) সকাল নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শাহজিবাজার গ্রিডে হঠাৎ করে বিকট শব্দে একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের পরপরই ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ে। দ্রুতই পুরো এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ বিভাগ ও দমকল বাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট পরে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। শাহজিবাজার সাবস্টেশনের প্রকৌশলী আব্দুল মান্নান জানান, ট্রান্সফরমারের যান্ত্রিক ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে হবিগঞ্জ পিডিবির সহকারী প্রকৌশলী তাবশির বিন বাশার বলেন, বৈরী আবহাওয়ার কারণে মেরামতের কাজ ব্যাহত হয়। দীর্ঘ ১৫ ঘণ্টার চেষ্টার পর শুক্রবার সকালে জেলার বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে পুনঃস্থাপন করা সম্ভব হয়েছে। এসএকে/ |