মরিচ: শুধু ঝালের জন্য নয়
প্রকাশ: ০৩ আগস্ট, ২০২৫, ০২:১০ দুপুর
নিউজ ডেস্ক

মুহাম্মদ মিজানুর রহমান

মরিচ শুনলেই চোখে জল, মুখে আগুনের ভাব চলে আসে। তবে শুধু ঝালই নয়, মরিচের ভেতর লুকিয়ে আছে স্বাস্থ্য রক্ষার অসংখ্য গুণ। বিশেষত শুকনো মরিচ ও কাঁচা মরিচ দুটিরই রয়েছে ভিন্ন ভিন্ন উপকারিতা।

মরিচে যা থাকে:

ক্যাপসাইসিনম, এটি মরিচের ঝাল উপাদান, যা ব্যথা উপশমে কার্যকর এবং শরীরের বিপাকক্রিয়া বাড়াতে সাহায্য করে। ভিটামিন সি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যানসার প্রতিরোধে সহায়ক। বিটা ক্যারোটিন ও ভিটামিন এ, চোখ ও ত্বকের জন্য উপকারী।

মরিচের উপকারিতা:

হজমে সহায়ক: মরিচ পাচনতন্ত্র উদ্দীপিত করে, হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমায়।

ব্যথানাশক: মরিচের ক্যাপসাইসিন উপাদান ব্যথা কমাতে কাজ করে। অনেক ব্যথানাশক ক্রিমে এটি ব্যবহৃত হয়।

ওজন কমাতে সাহায্যকারী: মরিচ শরীরের তাপমাত্রা বাড়ায়, মেটাবলিজম বাড়ায়, ফলে ক্যালরি খরচ হয় বেশি।

শরীরে রক্ত চলাচল বাড়ায়: এতে রক্তে কোলেস্টেরল কমে, রক্তচাপও নিয়ন্ত্রণে আসে।

ঠান্ডা ও সর্দি কমাতে: মরিচ খেলে নাকের বন্ধভাব দূর হয়, শ্লেষ্মা পাতলা হয় এবং ফুসফুস পরিষ্কার হতে সাহায্য করে।

তবে অতিরিক্ত মরিচ খাওয়া পেটে জ্বালা, আলসার, গ্যাস্ট্রিক ও হজমে সমস্যা তৈরি করতে পারে। তাই পরিমিত ব্যবহারে মরিচ হতে পারে উপকারী।

মরিচ শুধু রান্নার স্বাদ বাড়ায় না, এটি একটি প্রাকৃতিক ওষুধ হিসেবেও কাজ করে। তাই মরিচকে ভয় নয়—সতর্কতার সাথে গ্রহণ করুন, উপকার নিন।

আরএইচ/