মৌলভীবাজারে খেলাফত মজলিসের দায়িত্বশীল সভা
প্রকাশ:
০৪ আগস্ট, ২০২৫, ০৮:৩৭ সকাল
নিউজ ডেস্ক |
![]()
আগামী ৫ আগস্ট খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সমাবেশ ও গণমিছিল সফল করার লক্ষ্যে রোববার (৩ আগস্ট) শহরের একটি রেস্টুরেন্টে এক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি ক্বারী মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মাদ মুহিবুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও মধ্যপ্রাচ্য ও আফ্রিকা জোন পরিচালক মাওলানা আহমদ বেলাল। উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি শায়েখ মাওলানা ফজলুর রহমান, সহ-সেক্রেটারি মাওলানা মুজিবুর রহমান, হাফেজ মাওলানা আব্দুল মুকিত মামুন, খ ম জুলফিকার, অফিস সম্পাদক মাওলানা নুরুজ্জামান, পেশাজীবী সম্পদাক মো. বশর আলী খাঁন, মাওলানা মতিউর রহমন, শ্রমিক মজলিস জেলা সভাপতি মাওলানা এম এ রহিম নোমানি, সেক্রেটারি মো. জাহাঙ্গীর হোসাইন, ছাত্র মজলিস মৌলভীবাজার শহর সভাপতি মো. আব্দুল্লাহ আল নোমান, সেক্রেটারি মো. ফয়সল আহমদ। এমএম/ |