মক্কায় মোজাইকে লেখা কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন
প্রকাশ:
০৪ আগস্ট, ২০২৫, ১১:২৩ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
সৌদি আরবের মক্কার হিরা কালচারাল জোনে অবস্থিত হোলি কুরআন মিউজিয়ামে পবিত্র কুরআনের আয়াত নিয়ে নির্মিত একটি বিশাল মোজাইক প্রদর্শন করা হয়েছে, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর তালিকায় স্থান পাওয়ার পথে রয়েছে। রোববার (৩ আগস্ট) আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সুরা ফাতিহা এবং সুরা বাকারার প্রথম অংশ নিয়ে নির্মিত এই মোজাইকটির আকার ৭৬.৬৭ বর্গমিটার এবং এতে ব্যবহৃত হয়েছে ১০ লাখেরও বেশি সিরামিক টুকরো। এই বিশাল শিল্পকর্মটি ১৬৫৬ সালে বিখ্যাত উসমানি কলিগ্রাফার মুস্তাফা ঢুল-ফিকারের হাতে লেখা ঐতিহাসিক কুরআন পাণ্ডুলিপিকে ভিত্তি করে তৈরি করা হয়েছে। হোলি কুরআন মিউজিয়ামটি মক্কার মাউন্ট হিরার পাদদেশে গঠিত সৌদি আরবের প্রথম একক কুরআনকেন্দ্রিক প্রদর্শনী। এখানে ইসলামের ইতিহাস, কুরআনিক বার্তা, প্রাচীন ও আধুনিক কুরআন শিল্প এবং বিভিন্ন ভাষায় অনুবাদ নিয়ে দর্শকদের জন্য রয়েছে ইন্টারেকটিভ গ্যালারি ও ভার্চুয়াল অভিজ্ঞতা। মিউজিয়ামটির তত্ত্বাবধানে রয়েছে সৌদি সরকারের কিং সালমান কমপ্লেক্স ফর দ্য প্রিন্টিং অব দ্য হোলি কুরআন। এটি এর আগেও বিশ্বের সবচেয়ে বড় কুরআন ও সবচেয়ে বড় কুরআন স্ট্যান্ডের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে। সংগঠনটির কর্মকর্তারা বলছেন, এ ধরনের প্রদর্শনী ইসলামী ঐতিহ্য, শিল্প ও জ্ঞানের প্রসারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে এটি বিশ্বব্যাপী ইসলামের শান্তিপূর্ণ বার্তা ছড়িয়ে দিতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। আরএইচ/ |