বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস শ্রীপুর উপজেলার উদ্যোগে জুলাই আন্দোলনের ডকুমেন্টারি প্রদর্শনী
প্রকাশ:
০৬ আগস্ট, ২০২৫, ০৯:১৭ সকাল
নিউজ ডেস্ক |
![]()
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক “জুলাই গণআন্দোলন দিবস” উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুরে অনুষ্ঠিত এ আয়োজনে অংশগ্রহণ করেন বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস ও ছাত্র মজলিসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আলোচনায় বক্তারা বলেন, জুলাই আন্দোলন ছিল এ দেশের ইসলামী মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে এক অনন্য মাইলফলক। ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ইসলামপন্থী জনতার ত্যাগ-তিতিক্ষার গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মকে জানানো ও অনুপ্রাণিত করার জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা আরও বলেন, ইসলামি আন্দোলনের ইতিহাসকে তথ্যনির্ভরভাবে তুলে ধরতে এবং ছাত্রসমাজকে জাগ্রত করতে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নিয়মিত এ ধরনের শিক্ষামূলক অনুষ্ঠান আয়োজন করবে। অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়। আরএইচ/ |