সুনামগঞ্জে খেলাফত মজলিসের ষান্মাসিক শুরা অধিবেশন
প্রকাশ:
১০ আগস্ট, ২০২৫, ০৮:৩২ সকাল
নিউজ ডেস্ক |
![]()
খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার ষান্মাসিক শুরা অধিবেশন শনিবার (৯ আগস্ট) সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয়েছে। জেলা সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত শুরায় দারসে কুরআন পেশ করেন জেলা উলামা বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা জামিলুল হক আমিনী। ষান্মাসিক মজলিসে শুরায় উপস্থিত ছিলেন সহসভাপতি মাওলানা ছদরুল আমীন, মো. মোস্তফা কামাল, মাওলানা নূরুল হোসাইন, সহসাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা নূরুল ইসলাম, আখতার হুসাইন আতিক, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শুয়াইবুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক মো. কামরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, সহ প্রচার সম্পাদক কে এম সোলাইমান আহমদ তালুকদার, অফিস সম্পাদক মাওলানা আলী খান, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা নূরুল ঈমান, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ, ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী, সাবেক জেলা সভাপতি মোঃ. আব্দুর রহমান, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা নির্বাহী সদস্য ও ছাতক পৌর সভাপতি মাওলানা জহির আহমদ, নির্বাহী সদস্য মাওলানা কামাল উদ্দিন, নির্বাহী সদস্য মাওলানা জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য ও ছাতক উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, দিরাই উপজেলা সভাপতি মাওলানা হারুনুর রশীদ, দোয়ারা বাজার উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন সাঈদ, সুনামগঞ্জ সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সুহেল আহমদ, জগন্নাথপুর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মিল হোসেন, তাহিরপুর উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ জহিরুল ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, দিরাই উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা হাবিব বিন মোশাররফ প্রমূখ। উপজেলা/পৌর শাখা রিপোর্ট পেশ পর্যালোচনা, জেলা রিপোর্ট পেশ - পর্যালোচনা,পরিকল্পনা গ্রহণ, সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল। শুরা অধিবেশনে ৫ সদস্য বিশিষ্ট জেলা প্রচার বিভাগ গঠন করা হয়। প্রচার বিভাগের আহ্বায়ক হচ্ছেন জেলা সহসভাপতি মাওলানা ছদরুল আমীন। প্রচার বিভাগের সদস্যবৃন্দ হলেন সহ সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, আখতার হুসাইন আতিক, সহ প্রচার সম্পাদক কে এম সোলাইমান আহমদ তালুকদার, অফিস সম্পাদক মাওলানা আলী খান। এসএকে/ |