৮৮ দিনে কুরআন হিফজ করে প্রশংসায় ভাসছে ৭ বছরের ফাহিম
প্রকাশ:
১০ আগস্ট, ২০২৫, ১০:৫২ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের প্রান্তিক পরিবারের সন্তান মোহাম্মদ ফাহিম মৃধা মাত্র ৮৮ দিনে (২ মাস ২৮ দিন) পবিত্র কুরআন মজিদ মুখস্থ করে বিরল এক দৃষ্টান্ত স্থাপন করেছে। মাত্র ৭ বছর বয়সেই এই অসাধারণ কীর্তি গড়ে সে দেখিয়েছে অদম্য মনোবল, একাগ্রতা ও আত্মনিবেদনের নজির। এই কীর্তির জন্য সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। বৃহস্পতিবার (৭ আগস্ট) নবীনগর পৌর এলাকার নারায়নপুরের প্রখ্যাত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ‘মারকাজুদ তাজভীদ ইন্টারন্যাশনাল মাদরাসা’ ফাহিমকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেয়। এ উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট আলেম, সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফাহিম মৃধার বাবা ফারদুল হক মৃধা পেশায় একজন ক্রোকারিজ ব্যবসায়ী। সীমিত আয়ের পরিবারের ছোট ছেলে ফাহিম দুই ভাই ও পাঁচ বোনের সবার ছোট। পুত্রের এই সাফল্যে আবেগাপ্লুত বাবা ফারদুল হক মৃধা বলেন, ‘আমার ছেলে ৮৮ দিনে কোরআনে হাফেজ হওয়ার গৌরব অর্জন করায় আমি মাদরাসার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি সে যেন এই অর্জন ধরে রাখতে পারে—সকলের কাছে দোয়া চাই।’ এসএকে/ |