সেনা মোতায়েনসহ ইসিতে ইসলামী আন্দোলনের ৭ প্রস্তাব
প্রকাশ:
১৩ আগস্ট, ২০২৫, ০৪:৫৯ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করার লক্ষ্যে প্রতিটি ভোটকেন্দ্রে সেনা সদস্য মোতায়েনসহ নির্বাচন কমিশনের কাছে সাতটি প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (১৩ আগস্ট) বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব প্রস্তাবের কথা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ। ৪ সদস্যের প্রতিনিধি দল সিইসি'র সঙ্গে বৈঠক করেন। আশরাফ আলী আকন্দ বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে ৭ দফা প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন। স্থানীয় সরকার নির্বাচন আগে দেয়া, সেনাবাহিনী প্রতিটি ভোটকেন্দ্রে মোতায়েন করা, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন, পিআর পদ্ধতিতে নির্বাচন, ফ্যাসিস্টদের নির্বাচনের বাইরে রাখতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য চায় ইসলামী আন্দোলন। এজন্য জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবি জানানো হয়েছে। নির্বাচন পদ্ধতির পরিবর্তন করে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। স্থানীয় নির্বাচন আগে হওয়া প্রয়োজন। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়েছে কি না তা বোঝা যাবে। লেভেল প্লেইং ফিল্ড এর কথা বলেছি, এটা এখনো অনুপস্থিত। তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন দিতে না পারলে বিগত কমিশনের মতো ফল ভোগ করতে হবে। সুষ্ঠু নির্বাচন না দিতে পারলে নির্বাচন না দিতে বলেছি কমিশনকে। একতরফা যেন জাতীয় নির্বাচন না হয়। যে সাতটি প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন এমএইচ/ |