‘পাথর লুটের ঘটনায় প্রকৃত অপরাধীকে আড়ালের অপচেষ্টা করা হচ্ছে’
প্রকাশ:
১৫ আগস্ট, ২০২৫, ০৯:০৬ সকাল
নিউজ ডেস্ক |
![]()
ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় প্রকৃত অপরাধীকে আড়াল করতেই সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে সম্পৃক্ত করা হচ্ছে বলে দাবি করেছে তার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেইজের এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বছর খানেক আগে সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এক মতবিনিময় সভায় ভোলাগঞ্জের পাথর নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি স্পষ্ট করে অন্তর্বর্তী সরকারের কাছে পরিবেশ রক্ষার্থে পাথর উত্তোলনের অনুমতি প্রদানের আহ্বান জানান। তার সেই বক্তব্যকে কাটছাঁট করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়েছে বলেও দাবি করা হয় বিবৃতিতে। এতে আরও বলা হয়, সিলেটের ভোলাগঞ্জ থেকে পাথর চুরি করল বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। অথচ একটি নীতিগত অবস্থান ব্যক্ত করায় মুফতি ফয়জুল করীমকে লক্ষ্য করে সমালোচনার বৃত্ত তৈরি করা হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি সিলেটের ভোলাগঞ্জে পাথর উত্তোলনের ঘটনা আলেচিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহাম্মাদ ফয়জুল করীমের দেওয়া একটি বক্তব্যের ভিডিও। এরপর থেকেই এ নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। এমএম/ |