
| 	
        
			
							
			
			  ইবাদতে অবহেলার নগদ শাস্তি: দুনিয়াতেই যার প্রতিফলন  
			
			
	
			
										প্রকাশ:
										১৯ আগস্ট, ২০২৫,  ০২:০৮ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 মুহাম্মদ মিজানুর রহমান ইবাদত বা আল্লাহর নির্দেশ পালনে অবহেলা শুধু আখিরাতেই শাস্তিযোগ্য নয়, দুনিয়াতেও তার কিছু নিদর্শন দেখা যায়—যা মানুষকে সচেতন করে দেয় দ্রুত। কুরআন ও হাদীস অনুযায়ী, যারা নামাজ, রোজা, যাকাত ইত্যাদি ইবাদতে অবহেলা করে, তারা শুধু পরকালের নয়, দুনিয়ার জীবনেও বিভিন্ন বিপদ-আপদ, অশান্তি ও সংকটে নিপতিত হতে পারে। কুরআনের ভাষায়:“যে ব্যক্তি আমার জিকর (ইবাদত) থেকে মুখ ফিরিয়ে নেয়, তার জীবিকা হবে সংকুচিত, এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাব।”— (সূরা ত্বা-হা: ১২৪) হাদীসে এসেছে: রাসূল (সা.) বলেন, “একটি জাতি যখন আল্লাহর বিধান অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন তাদের উপর কঠিন সময়, দুর্ভিক্ষ ও সমাজে অশান্তি নেমে আসে।”— (তিরমিজি) ইবাদতের অবহেলায় দুনিয়ার শাস্তির কিছু রূপ:  |