সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম
প্রকাশ:
১৯ আগস্ট, ২০২৫, ০৭:৩৮ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
সৌদি আরবে নতুন কাউন্সেলর (হজ) হিসেবে নিয়োগ পেয়েছেন উপসচিব মো. কামরুল ইসলাম। ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ হজ অফিসে (জেদ্দায়) ৫ম গ্রেডের কর্মকর্তা হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। রবিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, আগামী ৪ বছরের জন্য এ নিয়োগ আদেশ জারি করা হয়েছে। এ নিয়োগের মধ্য দিয়ে কামরুল ইসলাম বর্তমান কাউন্সেলর (হজ) যুগ্ম সচিব মো. জহিরুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। এ পদে নিয়োগের জন্য গত বছরের ৮ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দেয়। আবেদনকারী কর্মকর্তাদের মধ্য থেকে উপসচিব কামরুল ইসলামকে নিয়োগের জন্য চূড়ান্ত করা হয়। এমএইচ/ |