ডাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্টের দাবি
প্রকাশ:
২৪ আগস্ট, ২০২৫, ০২:২৮ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার দাবি তুলেছেন সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী এবি জুবায়ের। রবিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের স্বার্থে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন জুবায়ের। এর মধ্যে রয়েছে— এসময় কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী আশিক খান অভিযোগ করেন, বহিরাগতরা এখনও বিশ্ববিদ্যালয় এলাকায় অবাধে প্রবেশ করছে, অথচ প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। পাশাপাশি তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় হামলায় জড়িত শিক্ষকরা এখনও বহাল আছেন, অথচ তাদেরকে নির্বাচন দায়িত্বে রাখা হলে সুষ্ঠু ভোট সম্ভব নয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ, কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী আব্দুর রহমান আল ফাহাদ ও আশিক খান। এসএকে/ |