
| 	
        
			
							
			
			  ‘হেফাজতকে বিক্রি করে কেউ মাথা উঁচু করে থাকতে পারবে না’  
			
			
	
			
										প্রকাশ:
										২৪ আগস্ট, ২০২৫,  ০৩:২৮ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 || তারেকুল ইসলাম || অনেকের মনে থাকার কথা, ২০১৩ সালে হেফাজতকে ৫০ আসন ছেড়ে দেয়ার প্রস্তাব দিয়েছিল হাসিনা। হেফাজত আপস করেনি। ওই বছরের জুনে হেফাজতের কর্মী লেভেলে সামান্য স্বতঃস্ফূর্ত এন্টি ক্যাম্পেইনের কারণেই চার সিটি করপোরেশন নির্বাচনে আ.লীগ গো-হারা হেরেছিল। অবস্থা এমন যে, ঘুমিয়ে থাকলেও হেফাজত একটা বড় ফ্যাক্টর। সে কারণে দলটি নিয়ে নানা জল্পনা-কল্পনা ও বিতর্কও সেভাবে লেগে থাকে। তবে শেষপর্যন্ত হেফাজত হেফাজতই থাকে। কারণ হেফাজতের ওপর আল্লাহর বিশেষ রহমত আছে বলে আমার মনে হয়। ৫ মে রাসূল সা.-এর সম্মানের জন্য হেফাজত দলটির অকাতর শাহাদাতের রক্তে এ জমিন সিক্ত হয়ে আছে। শুধু চিন্তা করুন, এর মূল্য আল্লাহর কাছে কতটা! তাই যত ঝড়ঝাপটাই হোক, হেফাজত ছাই থেকে ফিনিক্স পাখির মতো বারবার জেগে ওঠে এবং তার অবস্থান ধরে রাখতে পারে। সতর্কতা হলো, হেফাজতকে বিক্রি করে কেউ মাথা উঁচু করে থাকতে পারবে না৷ লেখক: কলামিস্ট, দৈনিক মানব জমিন এমএইচ/  |