প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় ৪ উপদেষ্টার সমন্বয়ে কমিটি: ফাওজুল কবির খান
প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫, ০৩:৫৩ দুপুর
নিউজ ডেস্ক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে তাদের দাবিগুলো পর্যালোচনার জন্য কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।

বুধবার (২৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, চারজন উপদেষ্টা এবং বুয়েট ও ডিপ্লোমা শিক্ষার্থীদের প্রতিনিধিদের নিয়ে এ কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, “শিক্ষার্থীদের তিন দফা দাবি যৌক্তিকভাবে পর্যালোচনা করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; গৃহায়ন ও গণপূর্ত; এবং শিক্ষা উপদেষ্টাকে নিয়ে একটি সমন্বিত কমিটি কাজ করবে।”

উল্লেখ্য, তিন দফা দাবিতে মঙ্গলবার (২৬ আগস্ট) পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করে রাখেন বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ে সুস্পষ্ট আশ্বাস না পাওয়ায় বুধবার (২৭ আগস্ট) তারা ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করেন এবং শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

এমএইচ/