গাজীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত
প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫, ০৭:০৪ বিকাল
নিউজ ডেস্ক

বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা শাখার উদ্যোগে বুধবার (২৭ আগস্ট) অগ্রসর সদস্যদের নিয়ে একদিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়। 

সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এই মজলিসে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাসউদুর রহমান এবং পরিচালনা করেন প্রশিক্ষণ সম্পাদক মাওলানা উসমান গনী।

প্রশিক্ষণ মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূর মুহাম্মাদ আজিজী,  জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা গাজী রুহুল আমীন কাসেমী এবং গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক হাফেজ কাজী নিজাম উদ্দিন।  

প্রশিক্ষণ শেষে ১৫ জন সদস্যকে কর্মী ঘোষণা করা হয়। এ সময় ইহতেসাব, প্রশ্নোত্তর পর্ব, লিখিত পরীক্ষা ও পুরস্কার বিতরণ কার্যক্রমও অনুষ্ঠিত হয়।

এমএইচ/