খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলার ষান্মাসিক মজলিসে শুরার অধিবেশন
প্রকাশ:
৩১ আগস্ট, ২০২৫, ০৯:২৮ সকাল
নিউজ ডেস্ক |
![]()
খেলাফত মজলিস কুমিল্লা উত্তর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে শনিবার (৩০ আগস্ট) ষান্মাসিক মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খাঁনের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা মাসউদুর রহমানের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব এবিএম সিরাজুল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জোন পরিচালক মো. বোরহান উদ্দিন সিদ্দিকী ও কুমিল্লা মহানগর সহ-সভাপতি মাওলানা জহিরুল ইসলাম সেলিম। শুরা অধিবেশনে জেলা শাখার ষান্মাসিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে সাংগঠনিক কাজকে আরও গতিশীল করার জন্য দায়িত্বশীলদের প্রতি আহবান জানান। আরএইচ/ |