খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার তরবিয়তি সভা অনুষ্ঠিত
প্রকাশ:
৩১ আগস্ট, ২০২৫, ০৩:৪০ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
তানযিল হাসান, কুমিল্লা প্রতিনিধি খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার উদ্যোগে বাছাইকৃত দায়িত্বশীলদের নিয়ে এক তরবিয়তি (প্রশিক্ষণমূলক) সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টায় কুমিল্লা জেলা কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খান। সভা পরিচালনা করেন জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান কাফি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন। তিনি ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “পারস্পরিক ভ্রাতৃত্ব, সহযোগিতা ও বোঝাপড়া শক্তিশালী হলে দাওয়াতি কাজ আরও সুসংগঠিত ও ফলপ্রসূ হবে।” এছাড়া আলোচনা করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক, কৃষিবিদ মাহবুবুর রহমান এবং কুমিল্লা জোন পরিচালক মোহাম্মদ বোরহান উদ্দিন সিদ্দিকী। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা আদিলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মাসউদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসিন জাফরী, ডা. আব্দুল ওহাব শিবলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বাছাইকৃত দায়িত্বশীলরা। এমএইচ/ |