বড়লেখায় জমিয়তের কর্মী সম্মেলন
প্রকাশ: ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩৬ সকাল
নিউজ ডেস্ক

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বড়লেখা শাখা জমিয়তের উদ্যোগে রোববার (৩১ আগস্ট) বিকেলে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

প্রধান বক্তার বক্তব্য দেন মৌলভীবাজার-১ আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তের সহ-সভাপতি মুফতী মুজিবুর রহমান সাহেব, যুগ্ম মহাসচিব মাওলানা ফয়জুল হাসান খাদিমানী।

আরও বক্তব্য দেন উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত বাংলাদেশের নেতারা।

আরএইচ/