
| 	
        
			
							
			
			  বেসরকারি মাদরাসা স্থাপন ও স্বীকৃতির নতুন নীতিমালা প্রকাশ  
			
			
	
			
										প্রকাশ:
										০২ সেপ্টেম্বর, ২০২৫,  ০৯:৩৬ সকাল
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 বেসরকারি মাদরাসায় দাখিল ও আলিম স্থাপন, পাঠদান ও একাডেমি স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২৫ প্রকাশ করা হয়েছে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে বেসরকারি মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান কার্যক্রম অধিকতর গতিশীল, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করার জন্য এ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নীতিমালা আওতায় বেসরকারি দাখিল ১ম-১০ম, ৬ষ্ঠ-১০ম, ৯ম-১০ম ও আলিমে ৬ষ্ঠ-১২শ, ৯ম-১২শ, ১১শ-১২শ মাদরাসাগুলো জন্য প্রযোজ্য হবে। সম্প্রতি, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এ নীতিমালা প্রকাশ করে। বেসরকারি উদ্যোগে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা) স্থাপন চালুকরণ ও স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে অনুসরণীয় নীতিমালা, ১৯৯৭ সংশোধন, সংযোজন এবং পরিমার্জন করা সমীচীন ও প্রয়োজন। এরপ্রেক্ষিতে মাদরাসা স্থাপন, পাঠদানের অনুমতি, স্বীকৃতিসহ মাদরাসা শিক্ষা পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য মাদরাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০ প্রণয়ন করা হয়েছে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে বেসরকারি মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান কার্যক্রম অধিকতর গতিশীল, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করার জন্য এ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরএইচ/  |