আফগানিস্তানে মৃত্যু বেড়ে ৯০০, আন্তর্জাতিক সাহায্যের আহ্বান
প্রকাশ:
০২ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৩৫ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হওয়ার পর আন্তর্জাতিক সাহায্যের আহ্বান জানিয়েছে তালেবান সরকার। দেশটির পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে রবিবার আঘাত হানা ৬.০ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত কমপক্ষে ৯০০ জনের মৃত্যু হয়েছে এবং আরো ৩ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, সোমবার রাত পর্যন্ত উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধানে তৎপরতা চালায়। পাহাড়ঘেরা প্রত্যন্ত গ্রামগুলোতে কাদা ও পাথরের তৈরি ঘরবাড়ি ধসে পড়ে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। দুর্গম পাহাড়ি এলাকা ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান পরিচালনায় চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদ মঙ্গলবার জানিয়েছেন, নিহতের সংখ্যা বেড়ে ৯০০-তে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে।
এসএকে/ |