ইউকে জমিয়ত সাউথ ওয়েস্ট ইংল্যান্ড শাখা গঠিত, সভাপতি মাওলানা অলিউর রহমান 
প্রকাশ: ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৫২ দুপুর
নিউজ ডেস্ক

ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চল সাউথ ওয়েস্ট ইংল্যান্ডে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের একটি নতুন শাখা গঠিত হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দের বিশেষ সফর ও স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে গঠিত এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা অলিউর রহমান আরশাদী এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব আবদুর রহীম।

সোমবার (১ সেপ্টেম্বর) ওয়েস্টন সুপার মিয়ার শহরের সাউথ ওয়েস্ট মসজিদে এ উপলক্ষে অনুষ্ঠিত সীরাতুন্নবী (সা.) সম্মেলনে প্রধান আলোচক ছিলেন ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট মিডিয়া ভাষ্যকার মুফতি আবদুল মুনতাকিম। তিনি পবিত্র কোরআনের আলোকে নবীজির (সা.) জীবনাদর্শ নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন।

সম্মেলন শেষে অনুষ্ঠিত বিশেষ মিটিংয়ে সভাপতিত্ব করেন ইউকে জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক ও স্থানীয় মসজিদের খতীব মাওলানা অলিউর রহমান আরশাদী। এতে বক্তব্য রাখেন ইউকে জমিয়তের সহ-সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ, হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ, লন্ডন মহানগর জমিয়তের সভাপতি মাওলানা আশফাকুর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত সকলের পরামর্শক্রমে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সাউথ ওয়েস্ট ইংল্যান্ড শাখা গঠন করা হয়। নবগঠিত পূর্ণ কমিটি:

উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জলীল

সভাপতি: মাওলানা অলিউর রহমান আরশাদী

সহ-সভাপতি: কারী সৈয়দ আল আমিন

সেক্রেটারি: আলহাজ্ব আবদুর রহীম

সাংগঠনিক সম্পাদক: সৈয়দ খলিল মিয়া

সহ-সাংগঠনিক সম্পাদক: জুনেদ আহমদ

ট্রেজারার: মোঃ ইফতেখার হোসেন

প্রচার সম্পাদক: আলঈমান জলিল

সদস্যবৃন্দ: শামীম মিয়া, আব্দুল বাসীত, শফিকউল্লাহ, মামুন আহমদ, ইউসুফ আহমদ ও মোঃ হাকিম।

সভায় সিদ্ধান্ত হয় যে ভবিষ্যতে জমিয়তের আদর্শে অনুপ্রাণিত আরও ব্যক্তিকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।

নেতৃবৃন্দ বলেন, দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে জমিয়তের এই শাখা গঠন ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করেছে। সফর শেষে তারা স্থানীয় সমুদ্র সৈকত ভ্রমণ করেন এবং লাইভ ভিডিও বার্তার মাধ্যমে জমিয়তের কার্যক্রম তুলে ধরেন।

এমএইচ/