ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি আগামীকাল
প্রকাশ:
০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:১৫ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দাখিল করা আবেদনের শুনানি আগামীকাল বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। এ সময় তিনি জানান, শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ কার্যকর থাকবে না। ফলে নির্বাচন আয়োজন বা পরিচালনায় এখন আর কোনো আইনি বাধা নেই। আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি জানান, চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করায় নির্বাচন ও সংশ্লিষ্ট কার্যক্রম অব্যাহত রাখা যাবে। এর আগে সোমবার বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছিলেন। তবে একই দিন বিকেলে চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করেন। উল্লেখ্য, গত ২৮ আগস্ট ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে ‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’ প্যানেলের মনোনীত প্রার্থী বি এম ফাহমিদা আলম রিট আবেদন করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এমএইচ/ |