গুপ্তচরবৃত্তির অভিযোগে ইয়েমেনে জাতিসংঘের শতাধিক শান্তিরক্ষী গ্রেফতার
প্রকাশ:
০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৪ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
আতহার তানিম ইয়েমেনের অভ্যন্তরে এক বিশেষ অভিযানে ইসরাইলের হয়ে গোয়েন্দাগিরির অভিযোগে জাতিসংঘের শতাধিক শান্তিরক্ষীকে গ্রেফতার করেছে হুথি স্পেশাল ফোর্স। ব্রিকস নিউজ জানিয়েছে, হুথিদের এমন দুঃসাহসী পদক্ষেপ ইসরাইলের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। তাদের মূল লক্ষ্য ইসরাইলের গুপ্তচর নেটওয়ার্ককে দুর্বল করা। গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) আনসারুল্লাহ মিলিশিয়া জাতিসংঘের ১১ কর্মকর্তাকে মোসাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে আটক করে। এর মধ্যে সাতজন আন্তর্জাতিক খাদ্য সংস্থার (WFP) কর্মকর্তা এবং বাকি তিনজন ইউনিসেফের কর্মী বলে জানা গেছে। বিশ্লেষকরা মনে করছেন, এর আগে ইসরাইল কর্তৃক ইয়েমেনের সরকারপ্রধান ও শীর্ষ নেতাদের হত্যাকাণ্ডের জের ধরেই আনসারুল্লাহ হুথি বাহিনী আরও সক্রিয় হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় গতকাল লোহিত সাগরে ইসরাইল সংশ্লিষ্ট কয়েকটি বাণিজ্যিক জাহাজে মিসাইল হামলাও চালিয়েছে সশস্ত্র এ গোষ্ঠী। সূত্র: বিবিসি, আল জাজিরা, ব্রিকস নিউজ এমএইচ/ |