অপরিচিত নাম্বার থেকে হুমকির শিকার জমিয়ত নেতা মাওলানা জুনায়েদ আল হাবীব
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৪৩ সকাল
নিউজ ডেস্ক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে অপরিচিত একটি নাম্বার থেকে কল করে গালিগালাজ ও বিভিন্ন হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে তার খাদেম মাওলানা রাশেদ আহমদ নিশ্চিত করেছেন।

ঘটনা প্রসঙ্গে মাওলানা জুনায়েদ আল হাবীব সাংবাদিকদের বলেন, “হুমকিদাতার সঙ্গে আমার কোনো পূর্বপরিচয় বা সম্পর্ক নেই। হঠাৎ করেই এই ঘটনা ঘটেছে। আমি এ নিয়ে কোনো অভিযোগ করছি না। হয়তো সে না বুঝেই এমনটা করেছে। আমি তাকে ক্ষমার চোখে দেখছি। থানাতেও কোনো অভিযোগ জানানো হয়নি।

তার আরেক খাদেম মাওলানা ইমরান বিন আখতার জানান, সন্ধ্যায় হঠাৎ করে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। রিসিভ করলে অপর পাশ থেকে অশ্রাব্য ভাষায় গালিগালাজসহ নানা ধরনের হুমকি দেওয়া হয়। তিনি বলেন, “এ ঘটনায় আমরা শঙ্কিত। এখনো হুমকিদাতার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ধারণা করছি, হুজুরের কোনো বক্তব্য হুমকিদাতার অপছন্দ হওয়ায় এভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন কাজ করেছে।

হুমকিদাতার ব্যবহৃত নাম্বারটি হলো: 01810424215

আরএইচ/