নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে জমিয়ত মহাসচিব
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৪ দুপুর
নিউজ ডেস্ক

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে এবং তার শারীরিক অবস্থা জানতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নুরকে দেখতে হাসপাতালে যান তিনি। সাথে ছিলেন দলের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।

এ সময় জমিয়ত মহাসচিব জনাব নূরের শ্রদ্ধেয় পিতা ও পরিবারের অন্যান্য সদস্যগণের কাছ থেকে আঘাতের তীব্রতা এবং বর্তমান পরিস্থিতি শুনেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। দলের পক্ষ থেকে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে মাওলানা আফেন্দী বলেন, এ রকম হামলা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।

জমিয়ত মহাসচিব বলেন, আমরা ন্যাক্কারজনক এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের রিপোর্ট জাতির সামনে প্রকাশ করার এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাই।

আরএইচ/