গাজায় মুসলিম নিধনের প্রতিবাদে খেলাফত যুব মজলিসের বিক্ষোভ
প্রকাশ:
০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৩ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
গাজায় মুসলিম নিধন ও অবৈধ দখলদারিত্বে প্রতিবাদে গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় পাড় হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত (ঢাকা -৮) আসনের আসন্ন নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা ফয়সাল আহমদ বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলোকে গাজাবাসীদের জন্য এক হয়ে কাজ করার ও জোরালো প্রতিবাদ করার আহ্বান জানান। তিনি বলেন, বিশ্ব মিডিয়া মুসলমানদের সাথে সংবাদ প্রচারে দ্বিচারিতা করে। বিশ্ব মিডিয়াকে সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানান তিনি। যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও প্রশিক্ষন বিভাগের সম্পাদক মাওলানা মাসউদুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুল মাল বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান। এসময় আরও বক্তব্য রাখেন যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সমাজ কল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন ও ছাত্র মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ আতিক বিন সাদিক। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান সজিব, প্রকাশনা বিভাগের সম্পাদক মুহাম্মাদ শহিদুল ইসলাম পাপন,মজলিসে আমেলার সদস্য মাওলানা নূরুল হুদা, সাইফুল ইসলাম লিটন ও মাওলানা মাহমুদুল হাসান প্রমূখ। আরএইচ/ |