দলীয় দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্তের বাইরে বক্তব্য না দেওয়ার আহ্বান জমিয়তের
প্রকাশ:
০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৩ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির সদস্যরা বলেছেন, দলের সব পর্যায়ের দায়িত্বশীলগণকে যেকোনো বিষয়ে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে বক্তব্য দিতে হবে এবং দলীয় দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্তের বাইরে আপত্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। গত সোমবার (১ সেপ্টেম্বর) সকালে আরজাবাদ মাদরাসায় অনুষ্ঠিত দলের খাস কমিটির বৈঠকে এ প্রসঙ্গে আলোচনা এলে সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব সাম্প্রতিক সময়ে দেওয়া তার কিছু বক্তব্যের ব্যাখ্যা দেন এবং আগামীতে এসব বিষয়ে আরও অধিক সতর্ক থাকার প্রতিশ্রুতি দেন। এক পর্যায়ে যুগ্মমহাসচিব মুফতী মনীর হোসাইন কাসেমীর সাথে একই বিষয়ে কথা বলার জন্য সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে দায়িত্ব প্রদান করা হয়। পরবর্তী সময়ে ২ সেপ্টেম্বর তারা মুফতী মনীর হোসাইন কাসেমীর সাথে দলীয় কার্যালয়ে বসে এ বিষয়ে কথা বলেন। তিনিও উপস্থিত নেতৃবৃন্দের নিকট অতীতের দেওয়া কিছু বক্তব্যের ব্যাখ্যা প্রদানসহ আগামীতে সতর্ক ও সংযত থাকার প্রতিশ্রুতি দেন। আরএইচ/ |