মহিলা পাইলটের সফরের বিধান
প্রকাশ:
০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১০ সকাল
নিউজ ডেস্ক |
![]()
মুফতি অকিল উদ্দিন যশোরী পৃথিবীর বর্তমান সময় দিন দিন উন্নতির দিকে অগ্রগামী হচ্ছে । আর এর জন্য নারী পুরুষ সকলেই বিভিন্ন পেশায় অগ্রণী ভূমিকা পালন করতে হচ্ছে । তাই সকল সেকটরেই নারী পুরুষ কে কাজ করতে হচ্ছে । তাই পুরুষ ডাক্তারের মত নারীকেও ডাক্তার হতে হয় । একই রকম পুরুষ পাইলটের মত নারীও পাইলট হতে হয় । একারণে অনেকেই জানতে চান, নারীর পাইলট হওয়ার বিধান কি? মাহরাম ছাড়াই মহিলা পাইলটের সফর প্রশ্ন- মেয়ে মানুষ পাইলট হতে এবং মাহরামহীন প্লেন চালিয়ে সফরে যেতে পারবে? উত্তর- পাইলট হওয়ার পর স্বাভাবিকভাবেই ৭৮ কিলোমিটার থেকে দূরত্বে মাহরাম ছাড়াই সফর করতে হয় । আর দ্বীনের প্রয়োজনেও মাহরামহীন এমন সফর বৈধ নয় । অতএব মেয়ে মানুষের পাইলট পেশা গ্রহণ করা ও মাহরাম ছাড়াই প্লেন চালিয়ে সফর করা শরীয়তের দৃষ্টিতে অবৈধ ও নাজায়েজ । ولا تسافر المرأة بغير محرم ثلاثة أيام وما فوقها. الفتاوى الهندية ١/ ٢٠٢ كتاب الصلاة، الباب الخامس عشر: في صلاة المسافر، زكريا بكڈپو دیوبند. আলফাতাওয়াল হিন্দিয়া ১/২০২ ولغيرها لا تخرج ولو خالية من الأزواج للأمر بالقرار في البيوت. تقريرات الرافعي ٤/ ٢٨٦ كتاب النكاح، باب المهر، مطلب: في منع الزوجة لقبض المهر، دار المعرفة، بيروت، لبنان. الطبعة الثالثة: ١٤٣٢ھ- ٢٠١١م. তাকরীরাতুর রাফেয়ী ৪/২৮৬ উপসংহার - চলমান উন্নতি ইসলামী উন্নতি নয় । আর এ উন্নতির জন্য নারীর বাইরে এসে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সকল কাজ করার অনুমতি নেই । আরএইচ/ |