মালয়েশিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫১ দুপুর
নিউজ ডেস্ক

প্রতি বছরের ন্যায় এবারও মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মালয়েশিয়ায় দিবসটিকে বলা হয় ‘মওলিদুর রাসুল’ অর্থাৎ নবীজীর জন্মদিন। এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর প্রতি ভালোবাসা প্রকাশ করে থাকেন দেশটির মুসলিমরা।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে পুত্রাজায়া আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিশাল সমাবেশ আয়োজন করা হয়।

‘পেম্বাংগুন উম্মাহ মাদানি’ শীর্ষক এই সমাবেশে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম এবং মহামান্য রাণী রাজা জরিথ সোফিয়া অংশ নেন। প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী দাতিন সেরি ড. ওয়ান আজিজাহ ও প্রধানমন্ত্রীর দপ্তরের মন্ত্রী (ধর্ম বিষয়ক) দাতুক ড. মোহাম্মদ নাঈম মোক্তারও এ সমাবেশে অংশ নেন।

সমাবেশে সমাজে ঐক্য গড়ে তুলতে নবী মুহাম্মদ (সা.) এর পথ অনুসরণ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাজা সুলতান ইব্রাহিম। উপস্থিত হাজার হাজার মানুষের উদ্দেশে তিনি বলেন, ইসলামি আইন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর মহৎ মূল্যবোধ ও আদর্শ মেনে চললে মালয়েশিয়া সত্যিকারার্থে সাফল্যের শিখরে পৌঁছাবে।

এছাড়া প্রতিটি সভা-সমাবেশ ও র‍্যালীতে নির্যাতিত ফিলিস্তিন জনগণসহ সকল মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

এমএম/